সোমবার, ৮ মার্চ, ২০১০

সার্চ ইন্জিন যুদ্ধ

গুগল এখন পর্যন্ত পৃথিবীর নাম্বার ওয়ান সার্চ ইন্জিন হিসেবে পরিচিত। কিন্তু ২০০৯ সালে প্রথমবারের মত গুগলকে একটি ছোট সার্চ কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হয় যারা এক নতুন ধারনা দিয়ে আত্মপ্রকাশ করে তা হলো জনগন কেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমে তথ্যাদি খূজবে বা খুজে পাবে? মাইক্রোসফট সার্চ ইন্জিন ডিসিশন ইন্জিন নামে পরিচিত। যার দ্বারা অনলাইনে খুব তাড়াতাড়ি ছবি সর্ট করা যায়। বছর শেষে মাইক্রোসফটের সার্চ ইন্জিনের মার্কেট দশ ভাগে উন্নিত হয়। auntu2010.peperonity.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন